News Report In Details

#39. প্রকাশিত হল এফসিপিএস জুলাই-২০২৫ পরীক্ষার সার্কুলার

5 days, 21 hours ago

নিজস্ব প্রতিবেদক।। ১৭ এপ্রিল, ২০২৫।।

খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ 

সেশন: ২০২১-২২

সহযোগিতায়: মুমতাজুল হাসান

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ 

সেশন: ২০২১-২২

 

 

শুরু হলো বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (BCPS) জুলাই ২০২৫ এর বিভিন্ন FCPS ও MCPS এর রেজিস্ট্রেশন ও ফি জমা দেবার সময়।

১৫ এপ্রিল প্রকাশিত হওয়া নোটিশের তথ্য মতে ফি জমা দেবার শেষ তারিখ ১৫ মে। এছাড়াও নোটিশে উল্লেখ করা হয়েছে FCPS part 1, FCPS Mid Term, Preliminary FCPS , FCPS (Final)এবং MRCS পরীক্ষার রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।রেজিস্ট্রেশন করতে বিসিপিএসের নিজস্ব ওয়েবসাইটে (www.exams.bcpsbd.org) দেওয়া অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক।’এতে ফেলোশিপ প্রোগ্রামের ৬৫টি বিষয়ে এবং মেম্বারশীপ প্রোগ্রামের ১৬টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই সেশনে একাধিক পরীক্ষার জন্য আবেদন করা যাবে না। বিষয়গুলো হলো:

General subjects (27):

1) Medicine, 2) Surgery, 3) Paediatrics, 4) Obstetrics & Gynaecology, 5) Ophthalmology, 6) Otolaryngology-Head and Neck 

Surgery, 7) Psychiatry, Anaesthesiology, 9) Radiology & Imaging, 10) Radiotherapy, 11) Dermatology & Venereology, 

12) Physical Medicine & Rehabilitation, 13) Haematology, 14) Biochemistry, 15) Pathology, 16) Microbiology, 

17) Conservative Dentistry & Endodontics, 18) Oral and Maxillofacial Surgery, 19) Prosthodontics, 20) Orthodontics & 

Dentofacial Orthopaedics, 21) Transfusion Medicine, 22) Family Medicine, 23) Anatomy, 24) Physiology, 25) Pharmacology,

26) Forensic Medicine and 27) Community Medicine.

Specialized subjects (38):

1) Gastroenterology, 2) Neurology, 3) Nephrology, 4) Endocrinology & Metabolism, 5) Cardiology, 6) Pulmonology, 

7) Hepatology, Rheumatology, 9) Infectious Disease & Tropical Medicine, 10) Medical Oncology, 11) Palliative Medicine, 

12) Urology, 13) Neuro-surgery, 14) Cardiovascular Surgery, 15) Thoracic Surgery, 16) Plastic and Reconstructive Surgery, 

17) Orthopaedic Surgery, 18) Paediatric Surgery, 19) Hepatobiliary Surgery, 20) Colorectal Surgery, 21) Surgical Oncology, 

22) Casualty and Emergency Surgery, 23) Neonatology, 24) Paediatric Haematology & Oncology, 25) Paediatric Nephrology, 

26) Paediatric Gastroenterology & Nutrition, 27) Paediatric Pulmonology, 28) Paediatric Neurology & Development, 

29) Paediatric Cardiology, 30) Paediatric Endocrinology & Metabolism, 31) Paediatric Critical Care Medicine, 

32) Feto-Maternal Medicine, 33) Gynaecological Oncology, 34) Reproductive Endocrinology & Infertility, 35) Paediatric 

Ophthalmology, 36) Vitreo-Retina, 37) Child and Adolescent Psychiatry and 38) Female Pelvic Medicine and Reconstructive Surgery.

মেম্বারশীপ প্রোগ্রাম এর বিষয়গুলো হলো:

1) Medicine, 2) Surgery, 3) Paediatrics, 4) Obstetrics & Gynaecology, 5) Ophthalmology, 6) Otolaryngology-Head & Neck 

Surgery, 7) Psychiatry, 8) Anaesthesiology, 9) Radiology & Imaging, 10) Radiotherapy, 11) Dermatology & Venereology, 

12) Dental Surgery, 13) Forensic Medicine, 14) Family Medicine, 15) Transfusion Medicine and 16) Laboratory Medicine.

এফসিপিএস পার্ট-১-এর নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি ১১ হাজার টাকা, পুরাতনদের ১০ হাজার টাকা। এফসিপিএস পার্ট-১ (অতিরিক্ত বিষয় এবং বিষয় পরিবর্তন) প্রার্থীদের জন্য ১১ হাজার টাকা। প্রিলিমিনারি এফসিপিএসের নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা। এফসিপিএস মিডটার্মের (যারা পাঁচ বছরের কম ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০ এ এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন কিংবা পরে এফসিপিএস পার্ট-১ শেষ করবেন) নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এফসিপিএস ফাইনালের নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাটার ৫০০ টাকা। এমসিপিএস নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা। এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস ও এফসিপিএসে যারা পূর্বের লিখিত পরীক্ষায় ১৫ গ্রেড অর্জন করেছেন তারা ১২ হাজার টাকায় পরবর্তী দুটি পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফিতে অংশ নিতে পারবেন।

টাকা জমা দেবার জন্য শিক্ষার্থীরা 

Credit/Debit Card (VISA, Master card, Union Pay, Nexus, Amex) অথবা Internet Banking (City Touch, 

AB direct, Bank Asia, MTB Internet Banking, iBanking) অথবা Wallet (iPay, Dmoney) অথবা Mobile Financial 

Services (bKash, Nagad, Rocket, mCash, SureCash, Mobile Money, Easy Cash) ব্যবহার করতে পারবেন।

পুরাতন প্রার্থীদের জন্য সংশোধনী ফি ৫০০ টাকা ২৭ মে ২০২৫ পর্যন্ত। দেরিতে জমা দিলে ৫০০ টাকা জরিমানা সহ ২৫ মে ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রবে

শপত্র ২০ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে।