News Report In Details

#31. দক্ষতা ও যোগ্যতার প্রমাণ: জ্ঞান ফিরেছে তামিম ইকবালের

4 weeks, 2 days ago

নিজস্ব প্রতিবেদক: মো: তাসনিম রহমান

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান আজ ২৪ মার্চ ২০২৫ খ্রি. ডিপিএল এর ম্যাচে টসের পর ড্রেসিংরুমে যাওয়ার পর হঠাৎ তীব্র বুকে ব্যথা শুরু হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন। তাকে অতিসত্ত্বর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় এবং হেলিকপ্টার রেডি করা হলেও তামিমের শারীরিক অবস্থা তার উপযোগী ছিলোনা। পরবর্তীতে তামিমকে নিকটস্থ কেপিজে হাসপাতাল সাভারে নেওয়া হলে জানা যায় স্বল্প সময়ের ব্যবধানে তামিম ইকবালের দুই বার কার্ডিয়াক এরেস্ট সংঘটিত হয় যার একটি ছিলো গুরুতর। ২২ মিনিট ব্যাপী CPR, ৩ বার DC Shock এবং পরবর্তীতে Dr. M Zaman Maruf স্যারের নেতৃত্বে কেপিজে হাসপাতাল সাভারেই তামিম ইকবালের সফল এঞ্জিওগ্রাম এবং লেফট সারকামফ্লেক্স আর্টারিতে প্রাইমারি পিসিআই(স্টেন্টিং) সফলভাবে সম্পন্ন হয়।  শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলতে পেরেছেন ডাক্তারদের সাথে। বর্তমানে তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


 

আমাদের দেশের ডাক্তারদের জ্ঞান-দক্ষতা-যোগ্যতা যে কোনো অংশেই কম নয় বরং পর্যাপ্ত সুযোগ ও প্রতিকূলতা হতে মুক্তি তাদেরকে বিশ্বমানের করতে পারে তার আরেকটি অনন্য নজির আজ স্থাপিত হলো সাভারের কেপিজে হাসপাতালে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানের দ্রুত আরোগ্য ও দেশীয় ডাক্তারদের প্রতি দেশবাসী ও যথোপযুক্ত কর্তৃপক্ষের সুধারণা বৃদ্ধি পাক,কামনা করি।