News News Report In Details Details
নিজস্ব প্রতিবেদক: মো: তাসনিম রহমান
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি আর্মি মেডিকেল কলেজ,বগুড়া এর স্থায়ী ক্যাম্পাসে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন
১১ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার,বগুড়া মেজর জেনারেল এস এম আসাদুল হক,এনডিসি,পিএসসি।
২০ মার্চ,২০২৫ অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সিইও ব্রিগেডিয়ার জেনারেল(অব.) খন্দকার শফিউর রহমান,অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. বোরহান উদ্দিন,সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালটি উদ্বোধনের মধ্য দিয়ে অত্র মেডিকেলের শিক্ষার্থীদের টিচিং হাসপাতাল ও
বগুড়া তথা বাংলাদেশের উত্তরাঞ্চলের জনসাধারণের চিকিৎসা সেবার নতুন দ্বার উন্মোচিত হলো বলে ব্যক্ত করেন অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলে।