News Report In Details

#23. বেশ কয়েকদিন ধরে চলা বয়কটের মাঝে পুনরায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে স্কয়ার ফার্মা

1 month, 2 weeks ago

বেশ কয়েকদিন ধরে চলা বয়কটের মাঝে পুনরায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে স্কয়ার ফার্মা। এবারের বিবৃতিতে তারা নেতিবাচক প্রচারণার অভিযোগ তুললেন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। পাশাপাশি বিবৃতিতে ডিপ্লোমা চিকিৎসক শব্দের ব্যবহার চিকিৎসকদের আবারো ক্ষুব্ধ করেছে বলে জানা গিয়েছে। 

এবারের বিবৃতিতে বলা হয়েছে:

"সাম্প্রতিক সময়ে চিকিৎসক সমাজে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি.-কে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ব্যাপকভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

 

বিগত কিছুদিন ধরেই MBBS/BDS ডাক্তাররা সামাজিক মাধ্যমে জোরালো দাবি জানিয়ে আসছিলেন যে, বাংলাদেশে MBBS/BDS ডিগ্রি প্রাপ্ত না হয়ে কেউই নামের আগে সরাসরি ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না। ইস্যুটি স্পষ্টতই স্পর্শকাতর যা নির্বাহী অথবা বিচারিক বিভাগের উপর নির্ভরশীল। এখানে তৃতীয় পক্ষ হিসাবে মতামত রাখার যৌক্তিক কোন এখতিয়ার স্কয়ারের বা অন্য কোন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নেই।

 

তবে গত ২৭ ফেব্রুয়ারি থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর একটি নিউজ ক্লিপকে ঘিরে চিকিৎসকদের মাঝে ব্যাপক চর্চা ও সংক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হয়। স্কয়ার সংক্রান্ত এই নিউজটি মূলত ২০২৪ এর ডিসেম্বরের ১৩ তারিখের। সেদিন সিলেট বিভাগের ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভাগীয় বার্ষিক সম্মেলনে স্কয়ার কিছু ঔষধের যথাযথ ব্যবহার ও ডোজ সম্পর্কে আলোকপাত করে। সম্মেলনের পরের অংশে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয় (যেই অংশে স্কয়ারের কোনরূপ অংশগ্রহণ ছিল না)।

 

কিন্তু উক্ত নিউজ ক্লিপটিতে AGM এ উপস্থিত একজন এডভোকেট (যিনি ডিপ্লোমা চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণের সাথে যুক্ত) বক্তব্যের পরপরই আমাদের একজন রিজিওনাল সেলস্ ম্যানেজারের বক্তব্য প্রচারিত হওয়ায় MBBS/BDS চিকিৎসকরা ধরে নেন যে উনাদের দাবি বা চিন্তার বিপরীতে গিয়ে স্কয়ার বরং ডিপ্লোমা চিকিৎসকদের সমর্থন করছে।"

এ বিবৃতির সঙ্গে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত ব্যাখ্যা সংযুক্ত করে দেয় প্রতিষ্ঠানটি।