News News Report In Details Details
ফেসবুকে মতপ্রকাশের জেরে বহিষ্কৃত ১২ বিসিএস কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে আজ রোববার (২রা মার্চ) কর্মবিরতি পালন করছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।শনিবার (১ মার্চ) সংগঠনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে হাসপাতালের জরুরী বিভাগসহ অন্যান্য জরুরী সেবা প্রদান কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে।