ম্যাটস ইস্যুতে সম্প্রতি সারাদেশে স্কয়ার ফার্মার সকল ঔষধ বর্জনের ঘোষণা দেন চিকিৎসকবৃন্দ। এ ঘটনার প্রেক্ষিতে স্কয়ার ফার্মা কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে চিকিৎসকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে - "সম্মানিত চিকিৎসকবৃন্দ,
স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি'র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় স্কয়ার ফার্মা সংক্রান্ত একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। স্কয়ার ম্যানেজমেন্টের পক্ষ হতে এই বিষয়ে আমাদের সুষ্পষ্ট অবস্থান ও ব্যাখ্যা আপনাদের সদয় অবগতির জন্য উপস্থাপন করছি।
বাংলাদেশের স্বাস্থ্যসেবাখাতে যুক্ত যেকোনো সংগঠন বা প্রতিষ্ঠানই তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ঔষধ কোম্পানিগুলোর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে। দেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের কাছে স্বাস্থ্যসেবাখাত সংক্রান্ত সব ডিসিপ্লিন বা টিমের সহযোগিতার প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। আর আমরাও সর্বতোভাবে চেষ্টা করি, তাদের নানা জনকল্যাণমুখী উদ্যোগে সম্পৃক্ত হতে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ই ডিসেম্বর ২০২৪ তারিখে সিলেট বিভাগের ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন তাদের বিভাগীয় বার্ষিক সম্মেলনে স্কয়ারের সহযোগিতার জন্য অনুরোধ করে। সেই অনুরোধে সাড়া দিয়ে উক্ত অনুষ্ঠানের ১ম ধাপে স্কয়ার ফার্মা প্রোটন পাম্প ইনহিবিটর বা PPI ঔষধের যথোপযুক্ত ব্যবহার এবং Dosage Guideline এর উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করে। অনুষ্ঠানে স্কয়ারের একজন স্থানীয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ২য় অংশে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (AGM) ছিল, যা ছিল মূলত তাদের একটি নিজস্ব আয়োজন। সেখানে স্কয়ারের কোনোরকম সংশ্লিষ্টতা বা অংশগ্রহণ ছিলোনা। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, কোনো গোষ্ঠী বা সংগঠনের রাজনৈতিক মতাদর্শ বা তাদের সাংগঠনিক কোনো দাবি বা অধিকার আদায়ের কোনোরকম প্ল্যাটফর্মে স্কয়ারের ন্যূনতম সংশ্লিষ্টতা কখনো ছিলোনা এবং ভবিষ্যতেও থাকবে না।
উক্ত অনুষ্ঠানের যে ভিডিওচিত্র বিভিন্ন টিভি চ্যানেলের নিউজে দেখানো হয়, সেই ফুটেজে ওই প্রোগ্রামে উপস্থিত একজন এডভোকেটের বক্তব্যের পরপরই আমাদের স্থানীয় প্রতিনিধির বক্তব্য প্রচারিত হওয়ায় মূলত গ্র্যাজুয়েট ডাক্তারদের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরী হয়েছে। আমাদের স্কয়ার প্রতিনিধি সেখানে বক্তব্য রেখেছিলেন ঐ প্রোগ্রামের ১ম ভাগে স্কয়ারের অংশগ্রহণ নিয়ে। সংবাদমাধ্যমগুলো তাদের নিজেদের মতো করেই সংবাদ বা ভিডিওচিত্র ধারণ ও পরিবেশন করে বিধায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপ দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকে।
পরিশেষে আমরা বলতে চাই, আমাদের স্থানীয় প্রতিনিধির বক্তব্য প্রদানের পরিপ্রেক্ষিতে সামগ্রিক যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তার জন্য স্কয়ার কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আমাদের এই লিখিত বক্তব্যের মাধ্যমে সকল ভুল বোঝাবুঝির অবসান হবে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবাখাত সংশ্লিষ্ট সকলেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি'র সাথে আপের মতোই আন্তরিক সহযোগিতা ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে। স্কয়ার কর্তৃপক্ষও সবসময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সার্বিক কল্যাণে আপনাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।"