অধ্যাপক ডা. এ কে কামরুল হুদাকে সভাপতি ও ডা. রায়হান রাব্বানীকে সাধারণ সম্পাদক করে এসআইবির কমিটি ঘোষণা করা হয়েছে । গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এর প্রথম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এনেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।
সভায় সংগঠনের উপস্থিত সদস্যদের ভোটে অধ্যাপক এ কে কামরুল হুদা সভাপতি এবং ডা. রায়হান রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। এ সময় ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ, ১০ সদস্যের নির্বাহী কমিটি এবং ১০ সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইসিইউ সেবার মানোন্নয়নে কাজ করবে।