News Report In Details

#68. পিপিডিএসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

1 month, 2 weeks ago

সাভারের জিয়ন বুটিক রিসোর্টে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে পাবলিক হেলথ প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (পিপিডিএস)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য প্রতিষ্ঠাতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের (এনজিএইচআই) পরিচালক প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হায়াতুন নবী।

 

প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ২০২০ সালে কোভিড মহামারির সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন এমপিএইচ শিক্ষার্থীদের উদ্যোগে অলাভজনক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে পিপিডিএস। অল্প সময়েই সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য গবেষণায় উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। বর্তমানে সংগঠনের গবেষকেরা বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন।

 

অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি ছিল ব্রেনস্টর্মিং ওয়ার্কশপ সেশন, যেখানে বাংলাদেশের জনস্বাস্থ্য সমস্যা নিয়ে কাজের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

গত পাঁচ বছরে পিপিডিএস ৮০টির বেশি আন্তর্জাতিক পিয়ার–রিভিউড গবেষণা প্রকাশ করেছে এবং ৭৮টি কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে প্রায় ১৫০ সদস্য নিয়ে সংগঠনটি ২০টির বেশি চলমান প্রকল্পে কাজ করছে।

 

পিপিডিএসের সভাপতি ডা. তারিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. এম. রশিদুল বারী ও কোষাধ্যক্ষ ডা. উম্মে কুলসুম মনিশা। উপদেষ্টা বোর্ড ও সম্পাদকীয় সদস্যদের মধ্যে রয়েছেন দেশি–বিদেশি জনস্বাস্থ্য গবেষক ও বিশেষজ্ঞরা।

 

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, আগামী দিনে পিপিডিএস জনস্বাস্থ্য উন্নয়নে আরও তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং একটি সমতাপূর্ণ ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়তে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

ছবি: ড্রিম উইভার