News News Report In Details Details
গত ১৫ সেপ্টেম্বর, ২০২৫ চিকিৎসাশাস্ত্রের ৭০ হাজারের অধিক বই ও জার্নাল নিয়ে মাগুরা মেডিকেল কলেজের ই-লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির লাইব্রেরিতে আগে থেকেই বিভিন্ন বিষয়ের সহস্রাধিক বইয়ের পাশাপাশি নতুন ই-লাইব্রেরির সংযোজন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জ্ঞান আরোহণের পথকে আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
লাইব্রেরি চালু থাকার সময়টিতে অর্থাৎ সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা এই ই-লাইব্রেরির সুবিধা ভোগ করতে পারবেন । প্রতিষ্ঠানটির ই-লাইব্রেরিতে বিভিন্ন একাডেমিক বইয়ের পাশাপাশি ৯ হাজারের বেশি জার্নাল, ১১ হাজারের অধিক রেফারেন্স ডকুমেন্টস,৫ হাজারের বেশি গাইডলাইন রয়েছে।
ই-লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান, একাডেমিক কোঅর্ডিনেটর ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ ত ম আব্দুল্লাহেল কাফী , ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ও ফেজ কোঅর্ডিনেটর ডা. শাহজাদ সেলিম, পেডিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক ও মাগুরা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. এম এ হাই এবং অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও স্বনামধন্য ইলিজারভ সার্জন ডা. মোহাম্মদ আরিফুজ্জামান।