News Report In Details

#66. সিএমইউর ফাইনাল প্রফের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৭৩ শতাংশ

1 month, 2 weeks ago

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর-২০২৩ সালের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের পর প্রকাশ করা হলো। কোনো অসঙ্গতি ধরা পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ১,১৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৮৭২ জন সফল হয়েছেন, যা প্রায় ৭২.৯৭ শতাংশ পাসের হার নির্দেশ করছে। অন্যদিকে, ৩২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অনার্স অর্জন করেছেন