News News Report In Details Details
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অর্জন করেছে আরও একটি মাইলফলক। ২৮ জুলাই ,২০২৫ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আধুনিক ERCP (Endoscopic Retrograde Cholangio Pancreaticography) Suite-এর।
এই অত্যাধুনিক স্যুট চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোস্কোপিক উপায়ে খাদ্যনালী, পিত্তনালী ও অগ্ন্যাশয়ের জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী হলো। এতে রাজধানীমুখী রোগীর চাপ কমবে এবং উত্তরাঞ্চলের মানুষ বিশেষায়িত এ চিকিৎসা পদ্ধতি নিজ এলাকার সরকারি হাসপাতালে পাবেন।
উদ্বোধনের দিনই প্রথম রোগীর সফল চিকিৎসা সম্পন্ন হওয়ায় চিকিৎসক ও সংশ্লিষ্টরা একে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।