News News Report In Details Details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. উমাইর আফিফ। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তিনি প্রথম স্থান অধিকার করেন। এর মাধ্যমে তিনি টানা চারটি প্রফেশনাল পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করলেন।
চট্টগ্রামের বাসিন্দা এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. আফিফ ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। মেডিকেল শিক্ষাজীবনের শুরু থেকে অবিশ্বাস্য পরিশ্রম, অধ্যবসায় ও ধারাবাহিক সাফল্যের সাক্ষর রেখে শেষ পর্যন্ত ডাক্তার হিসেবে নতুন যাত্রা শুরু করলেন তিনি।
ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন—
“আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি এই নগণ্য বান্দাকে চার প্রফেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার তৌফিক দান করেছেন। কত সীমাহীন কষ্ট, মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করে ফিফথ ইয়ার শেষ করেছি, তার সাক্ষী আমার আল্লাহ।”
ডা. আফিফ জানান, এই অর্জনের পেছনে ঢামেকের অসহায় রোগীদের দোয়া ও সহযোগিতা, শিক্ষকদের নিরলস দিকনির্দেশনা এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন ছিল। তিনি কৃতজ্ঞচিত্তে সামির স্যার, নিপা ম্যাডাম, টিপু সুলতান স্যার, শাম্মি ম্যাডাম, রকিব স্যার, পলাশ স্যার, আকন স্যারসহ অসংখ্য শিক্ষককে স্মরণ করেন। পাশাপাশি ব্যাচমেট, সিনিয়র-জুনিয়রদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
বিশেষভাবে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন—
“আমার আম্মু, আব্বু, আপু, ভাই এবং পরিবারের সবাই পাশে না থাকলে এ পর্যন্ত আসা সম্ভব হতো না।”
নতুন পরিচয়ে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করে তিনি আল্লাহর প্রতি লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছেন এবং রাসূল ﷺ এর প্রতি দরূদ ও সালাম পাঠিয়েছেন।
ডা. উমাইর আফিফের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের চিকিৎসা শিক্ষার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।