News Report In Details

#63. রামেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টার্ন প্রতিনিধি নির্বাচিত ডা. তৌকির ও ডা. আবিরা

1 month, 3 weeks ago

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬১তম এমবিবিএস ব্যাচের ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. তানভীর আহমেদ তৌকির ও ডা. আবিরা সুলতানা।

ইন্টার্ন প্রতিনিধি নির্বাচন নিয়ে গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৭ সেপ্টেম্বর দুপুর ২টা এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১১ সেপ্টেম্বর। তবে নির্ধারিত সময়ে কেবলমাত্র দুইজন প্রার্থী—ডা. তৌকির ও ডা. আবিরা—নির্বাচন কমিটির সভাপতির কাছে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। অন্য কোনো প্রার্থী অংশ না নেওয়ায় ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিটি সর্বসম্মতিক্রমে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল সম্মেলন কক্ষে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ সময় উপস্থিত থাকবেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ, নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক, কমিটির সদস্যবৃন্দ ও সকল ইন্টার্ন চিকিৎসক।