News Report In Details

#55. নিরাপত্তা সংকটে মিটফোর্ড হাসপাতালে শাটডাউন ঘোষণা

5 months, 1 week ago

মিটফোর্ড হাসপাতালে শাটডাউন ঘোষণা 

আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিটফোর্ড হাসপাতালে শাট ডাউন ঘোষণা করা হয়।

হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডউন চলবে বলে জানানো হয়। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান তারা।

এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ক্যাম্পাস ও হাসপাতালজুড়ে বিরাজমান নিরাপত্তাহীন পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতিতে যাচ্ছি। এ কর্মসূচিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও কর্মসূচির পরিকল্পনা নেওয়া হবে।