News News Report In Details Details
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে অভিযান পরিচালনা করে আব্দুর রহমান নামক ফিজিওথেরাপিস্ট কে কারাদণ্ড ও জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস বলেন, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাপত্র লিখে দিচ্ছিলেন এবং নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে আজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে এর সত্যতা পায়। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।