News Report In Details

#51. সেগমেন্টাল পাশ কার্যকর করা নিয়ে গড়িমসি করায় আগামী ৯ জুলাই পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষার্থীদের আন্দোলন

4 months, 1 week ago

প্ল্যাটফর্ম কন্ট্রিবিউটর ।। ২৪ জুন, ২০২৫।।

খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ 

সেশন: ২০২১-২২

চলমান সেগমেন্টাল ইস্যু একাডেমিক কাউন্সিলে পাস হলেও  কার্যকর করা নিয়ে গড়িমসি করায় মেডিকেল কমিউনিটিতে উত্তাপ সৃষ্টি করেছে। বিগত ৭৩ তম একাডেমিক কাউন্সিল সভায় সেগমেন্টাল পাস বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটি সেগমেন্টাল বাস্তবায়নে দীর্ঘসূত্রীতা করায় "BMU সর্বস্তরের পোস্টগ্র‍্যাজুয়েশন কোর্স এ অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ"   বিএমইউ বি ব্লক ডীন ভবন এ মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচী আহবান করেছে। 

সেগমেন্টাল কার্যকর না করে শিক্ষার্থীবৃন্দ বিএমইউ ডীন ভবন ত্যাগ করবে না বলেও সিদ্ধান্ত গ্রহণ করে তারা। শিক্ষার্থীরা প্রয়োজনে যেকোনো কঠোর পদক্ষপ নিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন। তাদের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। সকলে তাকিয়ে আছেন বিএমইউ এর দিকে তারা কি সেগমেন্টাল  পাশ আদৌ কার্যকর করে মানবিকতার পরিচয় বহন করবেন নাকি বিগত সরকারের সরকারি আমলাদের মতই যেকোন মহান উদ্যোগ এক টেবিল থেকে আরেক টেবিলে কাগজপত্রের ফাইলের মতই ঘোরাঘুরি করতে থাকবে!!!!

#প্ল্যাটফর্ম