News Report In Details

#25. ম্যাটসদের করা রিট খারিজ

9 months, 1 week ago

অবশেষে বহুল আকাঙ্ক্ষিত রায়টি পেলো চিকিৎসক সমাজ। এ রায়ের মাধ্যমে আজ থেকে কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। 

তাদের ক্ষেত্রে কোন প্রিফিক্স দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন বলে রায়ের পর্যবেক্ষণে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা.শরীফুল আহসান রাকিব।

এ রায়ের মাধ্যমে এমবিবিএস বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না। তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের অন্য কোন পদবী দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা বিএমডিসির বলে জানানো হয়েছে ‌।