News Report In Details

#11. একুশে পদক গ্রহণ করেছেন ডা. মেহেদী হাসানসহ অভ্রের চার নির্মাতা

10 months ago

একুশে পদক গ্রহণ করেছেন অভ্র কীবোর্ডের নির্মাতা ডা.মেহেদী হাসান খান এবং তার সহযোগীরা। আজ ২০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে এ পদক তুলে দেন।এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে একুশে পদক পেয়েছেন ডা.মেহেদী হাসান খান , রিফাত নবী , মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা.মেহেদী হাসান খান ছাত্রজীবনেই বিনামূল্যে বাংলা লেখার কিবোর্ড লেআউট অভ্র তৈরি করেন , যা ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষায় লেখাকে অত্যন্ত সহজ করে দেয়।